রাধামোহন বিদ্যাবাচস্পতি গোস্বামী (১৮শ শতাব্দী) শান্তিপুরের বিদ্বৎসমাজের খ্যাতনামা পণ্ডিত। অদ্বৈতাচার্যের অধস্তন সপ্তম পুরুষ। ৮০ বছরের বেশি জীবিত ছিলেন। তাঁর প্রণীত গ্ৰন্থসমূহ তিনভাগে বিভক্ত–বৈষ্ণবশাস্ত্র, নব্যস্মৃতি ও ন্যায়শাস্ত্ৰ। নবদ্বীপের বাইরে নব্যন্যায়ের পত্রিকা রচনা করে যাঁরা যশস্বী হয়েছিলেন, তিনি তাঁদের অন্যতম। গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে তাঁর যথেষ্ট অবদান আছে।
পূর্ববর্তী:
« রাধামোহন ঠাকুর
« রাধামোহন ঠাকুর
পরবর্তী:
রাধামোহন ভট্টাচাৰ্য »
রাধামোহন ভট্টাচাৰ্য »
Leave a Reply