রাধামাধব বন্দ্যোপাধ্যায় (১৭৮৭? — ২৫-১২-১৮৫২)। পাটনা আফিম এজেন্সীর দেওয়ান ফকিরচাঁদ। রামদুলাল দে, রসময় দত্ত, রাধাকান্ত দেব প্রভৃতির সঙ্গে একযোগে তিনি গঙ্গাসাগর দ্বীপের জঙ্গল পরিষ্কার করে সেখানে তুলা চাষের ব্যবস্থা করার জন্য ১৮১৮ খ্রী. একটি সমিতি স্থাপন করেছিলেন। ১৮২৯ খ্রী. প্রতিষ্ঠিত জেনারেল ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ১৮৩৩ খ্রী. ইউরোপ ও ভারতের মধ্যে বাষ্পীয় পোত চলাচলের ব্যবসায় করবার তাঁর পরিকল্পনা সফল না হলেও দেশীয় লোকের কাছে তাঁর উদ্যম যথেষ্ট আশার সঞ্চার করেছিল। হিন্দু কলেজের ব্যবস্থাপক কমিটির সভ্য, ১৮৩৯ খ্রী. প্রতিষ্ঠিত হিন্দু কলেজ পাঠশালার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৮২৩ খ্রী. প্রতিষ্ঠিত গৌড়ীয় সমাজের সভ্য ছিলেন। ১৮৩৫ খ্ৰী. অনারারি ম্যাজিষ্ট্রেট হন। মার্চ ১৮৪৬ খ্ৰী. হিন্দু দাতব্য প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করেন। ‘ধৰ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা-সভ্য ছিলেন।
পূর্ববর্তী:
« রাধামাধব কর
« রাধামাধব কর
পরবর্তী:
রাধামাধব হালদার »
রাধামাধব হালদার »
Leave a Reply