রাধামাধব কর (১৮৫৩ — ?) সাঁতরাগাছি-হাওড়া। ডা. দুর্গাদাস। তৎকালীন বিখ্যাত অভিনেতা। শিশুকাল থেকেই সঙ্গীতে অনুরাগী ছিলেন। প্রথম জীবনে বাঁশী বাজাতেন; পরে ব্যায়াম-ক্রীড়া-প্ৰদৰ্শন ও সখের কনসার্টের দল গঠন করে নগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়, ধর্মদাস সুর, অর্ধেন্দু মুস্তাকী প্ৰমুখের সঙ্গে পরিচিত হন। ১৮৬৮ খ্রী. প্ৰথম মঞ্চাভিনয় করেন। ‘সধবার একাদশী’ নাটকে ‘কাঞ্চনের’ ভূমিকায়। এই নাটকে নিমচাঁদের ভূমিকায় অভিনয় করেন গিরিশচন্দ্র। পরে বহু অভিনয়ে স্ত্রীভূমিকায় শিক্ষাদান করেছেন। আদি ন্যাশনাল থিয়েটার বিভক্ত হলে তিনি গিরিশচন্দ্রের বিরোধী এমারেন্ড থিয়েটারে যোগ দেন। ১৮৭৯ খ্রী. গদ্য ও পদ্যে বসন্তকুমারী নাটক রচনা করেন। ভারত সঙ্গীত সমাজ থেকে একমাত্র তিনিই ‘নাট্যাচাৰ্য’ উপাধি-ভূষিত হয়েছিলেন। বিখ্যাত ডাক্তার রাধাগোবিন্দ তাঁর অগ্ৰজ।
পূর্ববর্তী:
« রাধামণি বা মণি
« রাধামণি বা মণি
পরবর্তী:
রাধামাধব বন্দ্যোপাধ্যায় »
রাধামাধব বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply