রাধামণি বা মণি। ৬-১০-১৮৩৫ খ্রী. কলিকাতা শ্যামবাজারের নবীন বসুর উদ্যোগে বাংলা নাটক ‘বিদ্যাসুন্দরে’র যে অভিনয় হয় তাতে ১৬ বছর বয়স্কা রাধামণি বিদ্যার অভিনয়ে বিশেষ কৃতিত্ব দেখান। এতে জয়দুর্গা নামে একজন প্রৌঢ়া রাণীর ও মালিনীর ভূমিকায় এবং রাজকুমারী বা রাজু নামে একজন বিদ্যার সখীর ভূমিকায় অভিনয় করেন। বাঙালীর উদ্যোগে বাংলা নাটকের এটিই প্ৰথম অভিনয়।
পূর্ববর্তী:
« রাধাবিনোদ পাল
« রাধাবিনোদ পাল
পরবর্তী:
রাধামাধব কর »
রাধামাধব কর »
Leave a Reply