রাধাবিনোদ পাল (১৮৯৬ — ১০-১-১৯৬৭) সলিমপুর-নদীয়া। ১৯২০ খ্রী. এম-এল এবং ১৯২৫ খ্ৰী. ডি.এল. পাশ করেন। ১৯১১–২০ খ্রী. আনন্দমোহন কলেজের অধ্যাপক, ১৯২৫ খ্ৰী. ১৯৩০ খ্রী. ১৯৩৮ খ্রী. ঠাকুর আইন অধ্যাপক; ১৯৪১–৪৩ খ্রী. কলিকাতা হাইকোর্টের বিচারক; ১৯৪৪–৪৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম বিচারক (টোকিও ১৯৪৬–১৯৪৮) ছিলেন। আইন-সংক্রান্ত বহু গ্রন্থের রচয়িতা। জাপানের আন্তর্জাতিক আদালতে তিনিই একমাত্র বিচারক যিনি যুদ্ধকালীন জাপান সরকারকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করেন নি।
পূর্ববর্তী:
« রাধাবল্লভ স্মৃতি-ব্যাকরণ-জ্যোতিস্তীর্থ
« রাধাবল্লভ স্মৃতি-ব্যাকরণ-জ্যোতিস্তীর্থ
পরবর্তী:
রাধামণি বা মণি »
রাধামণি বা মণি »
Leave a Reply