রাধাবল্লভ স্মৃতি-ব্যাকরণ-জ্যোতিস্তীর্থ (১৬-৫-১২৮৮ -– ১৪-৮-১৩৬৬ ব.)। বড়বেলতা-টাঙ্গাইল, ময়মনসিংহ। কৃপানাথ পাঠক। ১৯০৬ খ্ৰী. কলিকাতা সংস্কৃত কলেজ থেকে জ্যোতিষের উপাধি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। বাঙালীদের মধ্যে তিনিই প্ৰথম জ্যোতিষের উপাধিধারী। পরে ঐ কলেজ থেকে ব্যাকরণ ও স্মৃতিশাস্ত্রের উপাধি পরীক্ষাও পাশ করেন। ১৯১১ খ্রী. সংস্কৃত কলেজে ব্যাকরণ ও জ্যোতিষশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। অবসর গ্রহণের পর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ‘পঞ্জিকা সংস্কার সমিতি’র সভাপতি নির্বাচিত হন। নিখিল বঙ্গ জ্যোতিষ সম্মেলনে সভাপতিত্ব করেন। রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৪।
পূর্ববর্তী:
« রাধানাথ সেন
« রাধানাথ সেন
পরবর্তী:
রাধাবিনোদ পাল »
রাধাবিনোদ পাল »
Leave a Reply