রাধানাথ মিত্র (২৬-৫-১২৩২ –- ২৩-২-১৩২৮ ব.) জেজুর–হুগলী। কলিকাতা শীলস ফ্রী কলেজের প্ৰধান শিক্ষক ও কবি ছিলেন। কবি-জীবনে তিনি ঈশ্বর গুপ্তের শিষ্য ছিলেন। কাব্য, উপন্যাস, গল্প ও রহস্য কাহিনীর প্রণেতা। ‘বাঙ্গালী’ মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘গোরাচাঁদ’, ‘ঘরের ছবি’, ‘লালকুঠি’, ‘প্ৰণয়প্রসঙ্গ’, ‘জোড়া ডিটেকটিভ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রাধানাথ বসু মল্লিক
« রাধানাথ বসু মল্লিক
পরবর্তী:
রাধানাথ শিকদার »
রাধানাথ শিকদার »
Leave a Reply