রাধানাথ বসু মল্লিক (? — ১৮৪৪) কলিকাতা। রামকুমার। ইংরেজী শিখে বিলাত থেকে আগত জাহাজের মুৎসুদীর কাজ করতে থাকেন। পরে বেকম কোম্পানীর মুৎসুদী হন। ১৮৪২ খ্ৰী জনৈক সাহেবের সঙ্গে মিলিত হয়ে হাওড়ায় একটি ডক নির্মাণ করে ঐ ডকের আয়ে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। পরে ঐ সাহেব বিলাত চলে যাওয়ার আগে তাকে হুগলী ডকেরও একমাত্র অধিকারী করে যান। ইংরেজদের সঙ্গে থাকলেও তিনি মনেপ্ৰাণে ও পোশাকে একজন খাটি বাঙালী ছিলেন।
পূর্ববর্তী:
« রাধাচরণ প্রমাণিক
« রাধাচরণ প্রমাণিক
পরবর্তী:
রাধানাথ মিত্র »
রাধানাথ মিত্র »
Leave a Reply