রাধাচরণ দাস (২০-১২-১৩০১ ব. — ?) শালগাড়িয়া — পাবনা। তরুণ বয়স থেকেই বিভিন্ন সাময়িক পত্ৰাদিতে রচনাবলী প্ৰকাশ করতেন। কাব্যসমালোচনার জন্য পাবনা সহাজাদপুর বাণী সম্মিলনী কর্তৃক রৌপ্যপদক এবং ১৯৪১ খ্রী. ‘সাহিত্যরত্ন’ উপাধি প্ৰাপ্ত হন। ১৩৩৬ বব ‘ভারতপ্রেস মুদ্রাযন্ত্র প্রতিষ্ঠা করেন। ‘আরতি’ দ্বৈমাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং পাবনা থেকে প্রকাশিত ‘সুরাজ’ পত্রিকার সহ-সম্পাদক। ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘কবির স্বপ্ন’ (১৩৩০ বঙ্গাব্দ)।
পূর্ববর্তী:
« রাধাচরণ চক্রবর্তী
« রাধাচরণ চক্রবর্তী
পরবর্তী:
রাধাচরণ পাল »
রাধাচরণ পাল »
Leave a Reply