রাধাচরণ চক্রবর্তী (১৮৯৩ — ১৯৩৮) চৌকিপাড়া–রাজশাহী। হরিচরণ। ছাত্রাবস্থায় তাঁর সাহিত্য-সাধনার শুরু। নাটোরে একটি প্রেস প্রতিষ্ঠা করে ‘কেয়া’ ও ‘প্ৰদীপ’ নামে দুইটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। বঙ্গলক্ষ্মী নামক প্রতিষ্ঠানের পরিচালক এবং ‘অত্রি’ ও ছোটদের ‘জলছবি’ নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। ৬টি উপন্যাস, ৩টি গল্পগ্রন্থ ও ৪টি কাব্যগ্রন্থের রচয়িতা। ‘মৃগয়া’, ‘বুকের ভাষা’, ‘চক্রপাক’, ‘আলেয়া’, ‘দীপা’ প্রভৃতি গ্রন্থগুলি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« রাধাগোবিন্দ বসাক
« রাধাগোবিন্দ বসাক
পরবর্তী:
রাধাচরণ দাস »
রাধাচরণ দাস »
Leave a Reply