রাধাগোবিন্দ নাথ, ড. বিদ্যাবাচস্পতি (৩-২-১৮৭৯ — ১-১২-১৯৭০)। হাজিরপাড়া–নোয়াখালি। চন্দ্ৰমণি। ১৯০৫ খ্ৰী. গণিতে এম. এ. পাশ করে গণিতের অধ্যাপনাতে অতিবাহিত করেন। ১৯৩০–৪৩ খ্রী. কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ এবং ১৯৪৩-৪৬ চৌমুহনী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। শেষ-জীবনে বৈষ্ণবশাস্ত্র ও বৈষ্ণব সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেন। ‘শ্ৰীশ্ৰীচৈতন্যচরিতামৃত’, ‘শ্রীশ্রীচৈতন্যভাগবত’, ‘গৌড়ীয় বৈষ্ণবদর্শন’ প্রভৃতি তাঁর সম্পাদিত গ্ৰন্থ। বৈষ্ণব সাহিত্যের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহু উপাধি ও রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন।
পূর্ববর্তী:
« রাধাগোবিন্দ চন্দ্ৰ
« রাধাগোবিন্দ চন্দ্ৰ
পরবর্তী:
রাধাগোবিন্দ বসাক »
রাধাগোবিন্দ বসাক »
Leave a Reply