রাধাগোবিন্দ কর, ডাঃ (২৩-৮-১৮৫২ –- ১৯-১২-১৯১৮) সাঁতরাগাছি। — হাওড়া। ডা: দুৰ্গাদাস। চিকিৎসাশাস্ত্ৰ পাঠ করে ১৮৮৩ খ্রী. ইউরোপ যান। ১৮৮৭ খ্রী. এডিনবরার চিকিৎসাশাস্ত্ৰে ডিগ্ৰী লাভ করেন। তিনি কর প্রেস ও কারমাইকেল কলেজ নামে প্ৰথম বেসরকারী মেডিক্যাল কলেজ প্ৰতিষ্ঠা করেন। এই মেডিক্যাল কলেজটি বর্তমানে তাঁর (R.G. Kar) নামাঙ্কিত। তাঁর রচিত গ্ৰন্থ: ‘ধাত্রীসহায়’ (ড, সুরথ বসু সহ), ‘ভীষক সুহৃদ’, ‘অ্যানাটমি’, ‘কর-সংহিতা’, ‘সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব’, ‘সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা’, ‘রোগী পরিচর্যা’, ‘নুতন ভৈষজ্যতত্ত্ব’, ‘প্লেগ’, ‘স্ত্রীরোগচিকিৎসা’, ‘গাইনিকল্যাজি’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« রাধাগোবিন্দ কর
« রাধাগোবিন্দ কর
পরবর্তী:
রাধাগোবিন্দ চন্দ্ৰ »
রাধাগোবিন্দ চন্দ্ৰ »
Leave a Reply