রাধাকুমুদ মুখোপাধ্যায় (২৫-১-১৮৮৪ — ৯-৫-১৯৬৩)। গোপালচন্দ্ৰ। কৃতী পিতারসন্তান। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পরীক্ষায় প্রথম শ্রেণীর সরকারী বৃত্তি পান। ১৯০১ খ্ৰী. দুইটি বিষয়ে অনার্সসহ বি.এ. এবং ঐ বছরেই ইতিহাসে এম.এ. ও ইংরেজীতে ‘কবডেন’ পদক লাভ করেন। এটি একটি রেকর্ড। ১৯০২ খ্রী. ইংরেজীতে এমএ পাশ করেন, ১৯০৫ খ্রী. প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান ও পি-এইচডি, হন। ১৯০৩ খ্রী. রিপন কলেজে ইংরেজী সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। পরে বিশপ কলেজ, ন্যাশনাল কাউন্সিল অফ এড়ুকেশন, বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রভৃতিতে পড়ান। ক্ৰমে বাঙলার বাইরেও অধ্যাপনার আহ্বান আসে। কাশী, মহীশূর ও লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর জীবনের শেষাবধি লক্ষ্ণৌতেই ইতিহাসের প্রধান অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কাজ করেন। জাতীয় আন্দোলনেও সহযোগিতা করেছেন। ১৯০৬-১৫ খ্রী. জাতীয় শিক্ষা-প্রচারকের কাজে বিভিন্ন জেলা ভ্ৰমণ করেন। জাতীয় কংগ্রেসের মনোনয়নে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে বিরোধী পক্ষের নেতা, বাঙলা সরকারের ফ্লাউড কমিশনের সদস্য, ওয়াশিংটনের FAO Preparatory Commission-এর ভারতীয় প্রতিনিধি এবং কাউন্সিল অফ স্টেটের রাষ্ট্রপতির মনোনীত সদস্য ছিলেন। জাতীয় ইতিহাস-গবেষক ও গ্ৰন্থকাররূপে তিনি সমধিক প্ৰসিদ্ধ। বিরোদ সরকার তাকে ‘ইতিহাস শিরোমণি’ উপাধি দ্বারা সম্মানিত করেছিলেন। ১৯৪২ খ্রী. ভারতীয় ইতিহাস কংগ্রেসের প্রস্তাবমত সর্বভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আবেদনক্রমে ৭৫ হাজার টাকা সংগ্ৰহ করে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস ও সভ্যতা বিষয়ে এক লেকচারারশিপ সৃষ্টি এবং ‘ভারত কৌমুদী’ নামে দেশী-বিদেশী সুধী লিখিত সুবৃহৎ গ্রন্থ উপহার দেওয়া তাঁর মনীষার পরিচায়ক। ১৯৫৭ খ্রী. ‘পদ্মভূষণ’ উপাধিভূষিত হন। তাঁর উল্লেখযোগ্য রচিত গ্ৰন্থ : ‘অখণ্ড ভারত’, ‘A History of Indian Shipping’, ‘Local Government in Ancient India’, ‘Nationalism in Hindu Culture’, ‘Chandragupta Maurya & His Times’, ‘The University of Nalanda’ প্রভৃতি। বিশিষ্ট অর্থনীতিবিদ রাধাকমল তাঁর অনুজ।
পূর্ববর্তী:
« রাধাকান্ত নন্দী
« রাধাকান্ত নন্দী
পরবর্তী:
রাধাকৃষ্ণ দাস »
রাধাকৃষ্ণ দাস »
Leave a Reply