রাধাকান্ত নন্দী (১৯২৮ – ৩০-১১-১৯৮৪) বরিশাল। পিতা রোহিণীকান্ত ছিলেন তাঁর সময়ের নামী তবলিয়া, লয়দার শিল্পী। পিতামহ কালীচরণ ছিলেন। কীর্তনীয়া। প্ৰখ্যাত সংগতিয়া রাধাকাস্তের হাতে খড়ি পিতারকাছে। ছয় বছর বয়সে খোল বাজিয়ে পুরস্কার লাভ করেন। কলিকাতায় এসে অনোখিলাল মিশ্র ও জ্ঞানপ্ৰকাশ ঘোষের কাছে তালিম নেন। তবলা, পাখোয়াজ ও নানা যন্ত্র বাদনে পারদর্শী ছিলেন। সিনেমার গানে, জলসার আসরে, রেকর্ডের গানে বহু বিশিষ্ট গায়কের সঙ্গে সঙ্গত করে খ্যাতি অর্জন করেছিলেন। একক বাদনেও তাঁর যথেষ্ট নৈপুণ্য ছিল। গানের গলাও ভাল ছিল। অনামা শিল্পীদের সঙ্গে সঙ্গত করে তাদের উদ্বুদ্ধ করার বিশেষ ক্ষমতা ছিল তাঁর।
পূর্ববর্তী:
« রাধাকান্ত দেব
« রাধাকান্ত দেব
পরবর্তী:
রাধাকুমুদ মুখোপাধ্যায় »
রাধাকুমুদ মুখোপাধ্যায় »
Leave a Reply