রাধাকান্ত দেব (১০-৩-১৭৮৩ — ১৯-৪-১৮৬৭) কলিকাতা। গোপীমোহন। পিতামহ মুসী নবকৃষ্ণ (রাজা) শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা। রাধাকান্তের প্ৰাথমিক শিক্ষা কামিংসের ক্যালকাটা অ্যাকাডেমিতে। তিনি পণ্ডিতদের কাছে সংস্কৃত ও ফারসী শেখেন। ১৮১৮ খ্রী. পিতারস্থলে হিন্দু কলেজ পরিচালন কমিটির সদস্য হন। এই কলেজের সঙ্গে ৩২ বছর যুক্ত থেকে আইন-কানুন নির্ধারণে অংশ নেন। ২৫-৪-১৮৩১ খ্রী. ডিরোজিওর বিতাড়ন ব্যাপারে তাঁর হাত ছিল। ৪-৭-১৮১৭ খ্রী. স্কুল বুক সোসাইটির পত্তনের সূচনা থেকেই ভারতীয় সম্পাদক হিসাবে তিনি বাংলা গ্ৰন্থ নির্বাচনে সাহায্য করেন এবং চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য হিন্দু ছাত্ৰগণের শবব্যবচ্ছেদ এবং উচ্চশিক্ষার জন্য বিলাতযাত্রা সমর্থন ও এ ব্যাপারে অর্থসাহায্য করেন। চব্বিশ পরগনায় কৃষিকাৰ্য সম্বন্ধে বৈজ্ঞানিক নিবন্ধ রচনা করেন। ১৮৩২ খ্রী. ফারসী ভাষায় হর্টিকালচারাল নিবন্ধের ইংরেজী অনুবাদ ব্রিটেনের রয়্যাল হর্টিকালচারাল সোসাইটিতে পাঠিয়ে খ্যাতিমান হন। মাতৃভাষার মাধ্যমে কৃষি ও শিল্প-বিষয়ক বিদ্যালয় খোলার প্রয়োজনীয়তার কথা বলেন। ১৮২২ খ্রী.পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কারের ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্ৰণয়ন ও প্রচারে তিনি সাহায্য করেন। শিক্ষাক্ষেত্রে খ্রীষ্টান মিশনারীদের প্রভাব মুক্ত করার প্রচেষ্টায় ‘হিন্দু চ্যারিটিবল ইনস্টিটিউশনে’র একজন কর্মকর্তা ও সংস্কৃতিক্ষেত্রে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন। হিন্দু কলেজ পরিচালনা সংক্রান্ত ব্যাপারে সরকারের সঙ্গে মতভেদের জন্য তিনি ১৮৫০ খ্রী. পরিচালন-কমিটির সদস্যপদ ত্যাগ করেন। এরপর দেবেন্দ্রনাথ ঠাকুর, মতিলাল শীল, রাজেন্দ্রলাল দত্ত প্ৰমুখের সঙ্গে ২-৫-১৮৫৩ খ্রী. হিন্দু মেট্রোপলিটান কলেজ স্থাপন করেন। এটিই প্রথম জাতীয় কলেজ। দুৰ্ভাগ্যবশত ১৮৫৮ খ্ৰী. অর্থাভাবে এই প্রতিষ্ঠানটি স্কুলে পরিণত হয়। ৪০ বছরের পরিশ্রমে প্রস্তুত ৮ খণ্ডে সম্পূর্ণ ‘শব্দকল্পদ্রুম’ তাঁর জীবনের অবিস্মরণীয় কীর্তি। রয়্যাল এশিয়াটিক সোসাইটি ও ইউরোপের অন্যান্য রাজগণ এই কাজের জন্য তাকে সম্মানিত করে। সরকার কর্তৃক ‘কেসিএসআই’ ও ‘রাজাবাহাদুর’ প্রভৃতি উপাধি প্রাপ্ত হন। রাজনীতিক্ষেত্রে ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভ্যরূপে তিনি জমির আইনসংক্রান্ত দুই-একটি আন্দোলনে অংশ নেন। ১৮৬১ খ্রী. পাদরী লঙ সাহেবের বিচারের পর নীলকর আন্দোলনে তাঁর অবদান স্বীকার করে অভিনন্দনপত্র প্রদানের তিনি প্ৰধান উদ্যোক্তা ছিলেন। তিনি সতীদোহরোধ আইনের বিরোধী হলেও রেভা. কৃষ্ণমোহনের মতে যুগের তুলনায় অনেক প্ৰগতিবাদী ছিলেন। বৃন্দাবনে মৃত্যু।
পূর্ববর্তী:
« রাধাকমল মুখোপাধ্যায়
« রাধাকমল মুখোপাধ্যায়
পরবর্তী:
রাধাকান্ত নন্দী »
রাধাকান্ত নন্দী »
Leave a Reply