রাধাকমল মুখোপাধ্যায় (১৮৯০ – ১৯৬৮?) বহরমপুর–মুর্শিদাবাদ। গোপালচন্দ্র। এমএ পাশ করার পর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। কর্মজীবনে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নির্বাচিত হন। ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদরূপে আমন্ত্রিত হয়ে ভারতে ও ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বক্তৃতা দেন। রচিত গ্রন্থ: ‘বর্তমান বাংলা সাহিত্য’, ‘মনোময় ভারত’, ‘তরুণের ভারত’, ‘দরিদ্রের ক্রন্দন’, ‘শাশ্বত ভিখারী’, ‘শিক্ষাসেবক’, ‘পল্লীপ্রচারক’, ‘বিশ্বভারত’ (২ খণ্ড), ‘Democracies of the East: a study in comperative Politics’, ‘Theory & Art of Mysticism’, ‘The Social Structure of values’, ‘The culture and art of India’, প্রভৃতি। ‘উপাসনা’ পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« রাণী হামিদ
« রাণী হামিদ
পরবর্তী:
রাধাকান্ত দেব »
রাধাকান্ত দেব »
Leave a Reply