রাজেশ্বরী দত্ত (১৯২০ — ১০-৪-১৯৭৬)। পাঞ্জাবের বাসুদেব বংশের সন্তান। রবীন্দ্রসঙ্গীতের খ্যাতনামা শিল্পী। বিদুষী ও গভীর মননশীলতার জন্যও বিদ্বৎসমাজে পরিচিত ছিলেন। ১৯৩৭ খ্রী. লাহোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৩৯ খ্রী. বাংলা সরকারের গানের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে আসেন। তাঁর সঙ্গীতপ্রতিভা দেখে রবীন্দ্ৰনাথ নিজে তাকে গান শিখিয়েছেন। রমেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তালিম নেন। তাঁদের দ্বৈতকণ্ঠের একটি রেকর্ড আছে। এছাড়া শান্তিদেব ঘোষ ও শৈলজারঞ্জন মজুমদারের কাছেও গান শেখেন। কবি সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে ১৯৪৩ খ্রী. তাঁর বিবাহ হয়। ১৯৬০ খ্ৰী. স্বামীর মৃত্যুর পর তিনি রবীন্দ্র জন্ম শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিদেশে চলে যান। পরে লন্ডনেই থেকে যান। ১৯৬৩ খ্রী. কেমব্রিজে লেকচারারের পদ গ্ৰহণ করে ভাষা ও লাইব্রেরী বিজ্ঞানের উপর থিসিস দাখিল করেন। ১৯৬৯ খ্ৰী. লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ-এর সঙ্গীত বিভাগের ডাইরেক্টর হিসাবে কাজে যোগ দেন। ভারতীয় ভাষা ছাড়া ইংরেজী, ফরাসী এবং গ্ৰীক ভাষায় পারদর্শী ছিলেন। মৃত্যুর কয়েকমাস পূর্বে তিনি ভারতীয় সঙ্গীতের ধারার কয়েকটি দিকের অনুসন্ধান করতে কলিকাতায় এসে পথ দুর্ঘটনায় মারা যান।
পূর্ববর্তী:
« রাজেশ্বর দাশগুপ্ত
« রাজেশ্বর দাশগুপ্ত
পরবর্তী:
রাণী হামিদ »
রাণী হামিদ »
Leave a Reply