রাজেন্দ্ৰ মল্লিক (২৪-৬-১৮১৯ — ?) কলিকাতা। নীলমণি মল্লিকের দত্তকপুত্র। ইংরেজী, সংস্কৃত ও ফারসী ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। তাঁর তিন বছর বয়সের সময় নীলমণির মৃত্যু হয়। তিনি সাবালক হয়ে পিতার বিশাল সম্পত্তির ভারপ্রাপ্ত হন। ১৮৬৬ খ্রী. ওড়িশার দুর্ভিক্ষের সময় কলিকাতায় আগত দুর্ভিক্ষ-পীড়িতদের জন্য অন্নসত্র খুলে সাহায্য করেন। এই কারণে ১৮৬৭ খ্ৰী. ‘রায়বাহাদুর’ ও পরে ১৮৭৮ খ্রী. ‘রাজাবাহাদুর’ উপাধি পান। কলিকাতা চিড়িয়াখানা তৈরীর (১৮৭৬) আগে তিনি তাঁর বাড়ীতে পাখীর বাগান করেছিলেন। কলিকাতার চিড়িয়াখানায় বহু পশু-পাখি প্ৰদান করেন। চিড়িয়াখানায় ‘মল্লিক হাউস’ নামক গৃহে তাদের রাখা হয়। শিল্প স্থাপত্যের প্রতি অনুরাগ ছিল। ছবি আঁকতে পারতেন, গান লিখে সুরও দিতেন। তাঁর কলিকাতা চোরাবাগানের প্রাসাদ মর্মরপ্রস্তরে নির্মিত এবং বহুসংখ্যক প্ৰস্তর ও তৈলচিত্রে অলীকৃত। এই মৰ্মর-প্রাসাদটি কলিকাতার দর্শনীয় বস্তুসমূহের অন্যতম।
পূর্ববর্তী:
« রাজেন্দ্রলাল মিত্র
« রাজেন্দ্রলাল মিত্র
পরবর্তী:
রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী, রায়বাহাদুর »
রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী, রায়বাহাদুর »
Leave a Reply