রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা (১৮৯২ –- ২১-৭-১৯৪৫) বানারিপাড়া-বরিশাল। বসন্তকুমার। প্রসিদ্ধ ব্যায়ামবীর। বরিশাল বি.এম. স্কুলে চতুর্থ শ্রেণীতে। পড়বার সময় সার্কাসের দলে যোগ দেন এবং বিভিন্ন রকম ব্যায়াম শিখে নিজেই সার্কাসের দল গঠন করেন। তিনি বুকের উপর হাতী, গরুর গাড়ী ও রোলার তুলতে এবং চলন্ত মোটর থামাতে পারতেন। বাঙালীদের মধ্যে শরীরচর্চা প্রচলনের জন্য ‘All Bengal Physical Culture’ নামে সমিতি স্থাপন করেন। কলিকাতা সিটি কলেজ ও ল কলেজের ব্যায়াম-শিক্ষক ছিলেন। তাঁর ব্যায়াম-শিক্ষক ছিলেন সূৰ্যকান্ত গুহ। ১৯১৭ খ্ৰী. প্রথম কলিকাতায় আসেন ও ‘কার্লেকার সার্কাসে’ ৪ টন বা ১১০ মণ রোলার বুকে তুলে দর্শকদের বিমোহিত করেন। মূলত তাঁরই চেষ্টায় বাঙালী যুবকদের মধ্যে শক্তির পরিচায়ক ক্রীড়াকৌশল দেখানর রেওয়াজ চালু হয়। প্রফেসর রামমূর্তি তাকে এ ব্যাপারে উৎসাহিত করেন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্রনাথ সেন
« রাজেন্দ্রনাথ সেন
পরবর্তী:
রাজেন্দ্রলাল আচাৰ্য »
রাজেন্দ্রলাল আচাৰ্য »
Leave a Reply