রাজেন্দ্রনাথ সেন (১৮৭৮ — ১৯৩৬)। মধুসূদন। ১৮৯৮ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে ফিজিক্স ও কেমিস্ট্রিতে প্ৰথম হয়ে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কিছুদিন উত্তরপাড়া কলেজ ও ঢাকা জগন্নাথ কলেজে শিক্ষকতা করেন। ১৯০৭ খ্রী. ঘোষ স্কলারশিপ নিয়ে বিলাত যান এবং লীড়সা বিশ্ববিদ্যালয় থেকে এমএস-সি পাশ করে ১৯১০ খ্ৰী ইন্ডিয়ান এড়ুকেশনাল সার্ভিসে মনোনীত হন। দেশে ফিরে এসে তিনি শিবপুর বিই কলেজের কেমিষ্ট্রি বিভাগে অধ্যাপনা শুরু করেন। ১৯১৮ খ্রী. থেকে ১৯৩২ খ্রী. পর্যন্ত প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনার পর কৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ হন। ১৯১৬ খ্ৰী তিনি বন্ধু বীরেন্দ্রনাথ মৈত্র ও খগেন্দ্ৰচন্দ্র দাশের সহযোগে ক্যালকাটা কেমিক্যাল কোং প্রাইভেট লিমিটেড স্থাপন করেন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ
« রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ
পরবর্তী:
রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা »
রাজেন্দ্রনারায়ণ গুহঠাকুরতা »
Leave a Reply