রাজেন্দ্ৰনাথ লাহিড়ী (১৯০১ — ১৭-১২-১৯২৭) মোহনপুর-পাবনা। পিতা ক্ষিতীশমোহন বঙ্গভঙ্গের সময় থেকেই পুলিসের নজরে ছিলেন। তাঁর পিতার কাছেই স্বদেশপ্ৰেমে দীক্ষা। উচ্চশিক্ষার জন্য বেনারস হিন্দু বিদ্যালয়ে আসেন। বারাণসীর ক্লাব, জিমন্যাশিয়ম ও সাহিত্য-বিষয়ক সকল কর্মপ্ৰচেষ্টার সঙ্গে তাঁর যোগ ছিল। বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্য পরিষদের সম্পাদক হন। ইতিহাস ও অর্থনীতিসহ বি.এ. পাশ করে ইতিহাসে এম.এ. পড়বার সময় বিপ্লবী দলের সংস্পর্শে আসেন। এইসময় আধুনিক বোমা নির্মাণ-পদ্ধতি শেখবার জন্য কলিকাতায় যান। ৯৭৮-১৯২৫ খ্রী. লক্ষ্ণৌ থেকে ১৪ মাইল দূরে কাকোরী ও আলমনগর স্টেশনের মধ্যে একটি প্যাসেঞ্জার ট্রেনকে চেন টেনে থামিয়ে টাকাসুদ্ধ সিন্দুক সরানো হয়। এ ব্যাপারে যে ১৬ জন অংশ নেন তিনি তাদের অন্যতম। কাকোরী ট্রেন ডাকাতির সূত্র ধরে দক্ষিণেশ্বর বোমা নির্মাণকেন্দ্ৰ খানাতল্লাশী হয় এবং ৯-১-১৯২৬ খ্রী তিনি ও অনন্তহরি মিত্র গ্রেপ্তার হয়ে ১০ বছরের দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হন। তাছাড়া ১-৫-১৯২৬ খ্রী. তাঁকে কাকোরী ষড়যন্ত্র ও অন্যান্য আরও ৩টি মামলার আসামী করে বিচার শুরু হয়। বিচারে তাঁর ও হিন্দুস্থান রিপাবলিকান আর্মির অপর তিন বিপ্লবী রমাপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ এবং ঠাকুর রওসন সিং-এর প্রাণদণ্ডাদেশ হয়। উত্তরপ্রদেশের গোণ্ডা জেলে তাঁর ফাঁসি হয়। ফাঁসির হুকুম রদের জন্য ক্ষমা প্রার্থনা করেন নি।
পূর্ববর্তী:
« রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার
« রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার
পরবর্তী:
রাজেন্দ্ৰশঙ্কর »
রাজেন্দ্ৰশঙ্কর »
Leave a Reply