রাজেন্দ্ৰনাথ ঘোষ (? –- ২৫-৯-১৯৫১)। ডক্টর সিভি রমণের প্ৰিয় ছাত্র রাজেন্দ্ৰনাথ ১৯২১ খ্রী. ডি-এস-সি উপাধি পান। ভারতীয়দের মধ্যে একমাত্র তিনিই আমেরিকার অ্যাকুইস্টিক্যাল সোসাইটির ফেলো ছিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অ্যাকুইস্টিক্যাল ডিপার্টমেন্ট তিনিই প্রতিষ্ঠা করেন। ১৯৪৯ খ্রী. পুনার বিজ্ঞান কংগ্ৰেসে পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বিজ্ঞান-বিষয়ক বহু গ্ৰন্থ রচনা করেছেন। মৃত্যুকালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অধ্যক্ষ-পদে নিযুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্ৰচন্দ্ৰ হাজরা
« রাজেন্দ্ৰচন্দ্ৰ হাজরা
পরবর্তী:
রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার »
রাজেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়, স্যার »
Leave a Reply