রাজেন্দ্র দত্ত (অক্টো. ১৮১৮ -– ৫-৬-১৮৮৯ ) বহুবাজার-কলিকাতা। পার্বতীচরণ। ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক। হিন্দু কলেজের ছাত্র হিসাবে রামতনু লাহিড়ীর সহপাঠি ছিলেন। ডিরোজিওর প্রভাবাধীনে মূর্তিপূজার বিরোধী হয়ে ওঠেন। ১৮৩৯ খ্রী. তত্ত্ববোধিনী সভা প্ৰতিষ্ঠায় দেবেন্দ্রনাথ ঠাকুরকে যথেষ্ট সাহায্য করেছিলেন। কলিকাতা মেডিক্যাল কলেজে কিছুদিন অধ্যয়নের পর ডা. দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় নিজের বাড়িতে দাতব্য অ্যালোপ্যাথিক ডিসপেন্সারী খোলেন। পরে ১৮৬১ খ্ৰী হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে খ্যাতিমান হন। কথিত আছে, তাঁরই উপদেশে প্ৰসিদ্ধ ডা. মহেন্দ্রলাল সরকার অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে হোমিওপ্যাথিক পদ্ধতিতে চিকিৎসা শুরু করেন। এদেশে প্ৰথম হোমিওপ্যাথিক হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়ের পত্তন তিনি করেন। বহু হোমিও ব্যবসায়-প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। অর্জিত অর্থের অধিকাংশ দরিদ্রের সেবায়, শিক্ষাবিস্তারে ও নিজের একটি প্রথম শ্রেণীর লাইব্রেরী গঠনে ব্যয় করেন। ১৮৫৩ খ্রী. মেট্রোপলিটান কলেজ স্থাপনে রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ, আশুতোষ দেব প্রভৃতির সহযোগী এবং দেশীয় শিল্প-প্ৰতিষ্ঠায় বিশেষ আগ্রহী ছিলেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ও ভারতীর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার তিনি অন্যতম উদ্যোক্তা।
পূর্ববর্তী:
« রাজেন সেন
« রাজেন সেন
পরবর্তী:
রাজেন্দ্রচন্দ্র চন্দ্র, ডাঃ »
রাজেন্দ্রচন্দ্র চন্দ্র, ডাঃ »
Leave a Reply