রাজেন্দ্ৰচন্দ্ৰ হাজরা (১৯০৪ — ১৯৮২)। পুরাণ বিশেষজ্ঞ বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক। মধ্যযুগের ভারতবর্ষের আইন ও সমাজ সম্পর্কে মৌলিক গবেষণার জন্য এশিয়াটিক সোসাইটি থেকে ১৯৮০ খ্রী. নরেশচন্দ্ৰ সেনগুপ্ত পদক পান। সোসাইটির ফেলো ছিলেন। হিন্দু পুরাণের উপর কয়েকটি গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী, রায়বাহাদুর
« রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী, রায়বাহাদুর
পরবর্তী:
রাজেন্দ্ৰনাথ ঘোষ »
রাজেন্দ্ৰনাথ ঘোষ »
Leave a Reply