রাজেন্দ্ৰচন্দ্ৰ শাস্ত্রী, রায়বাহাদুর (১৮৫৯ — এপ্রিল ১৯১৯) নারায়ণপুর-চব্বিশ পরগনা। নসীরাম বন্দ্যোপাধ্যায়। ১৮৭০ খ্রী. আহিরীটোলা বাংলা পাঠশালা থেকে ছাত্রবৃত্তি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে কলিকাতা সংস্কৃত কলেজে ভর্তি হন। প্ৰত্যেক পরীক্ষাতেই প্রথম শ্রেণীর বৃত্তি এবং বিএ ও এম-এ পরীক্ষায় সুবর্ণপদক পান। এরপর সংস্কৃত কলেজের অধ্যাপক হন। ১৮৮৫ খ্রী. প্রেমচাঁদ-রায়চাঁদ পরীক্ষা পাশ করে ১০ হাজার টাকা মূল্যের পারিতোষিক লাভ করেন। ১৮৮৬ খ্রী. বাঙলা সরকারের অনুবাদ কাৰ্যালয়ের দ্বিতীয় সহকারী এবং পরে ১৮৯৫ খ্রী. সরকারের পুস্তকালয়াধ্যক্ষ হন। ইংরেজী ও সংস্কৃত ভাষায় দক্ষ এবং দর্শনশাস্ত্ৰে সুপণ্ডিত ছিলেন। কলিকাতা ‘সাহিত্য-সভা’র সম্পাদকরূপে ঐ সভার বিশেষ উন্নতি করেছেন। রচিত প্ৰবন্ধ : বাংলায়- ‘কবি ও কাব্য’, ‘লোকবৃত্ত ও সমাজস্থিতি’ এবং ইংরেজীতে ‘প্রাচীন ভারতে স্বায়ত্তশাসন প্ৰণালী’ ও ‘মুসলমান রাজত্বে কৃষির অবস্থা’ প্রভৃতি ঐসময়ে যথেষ্ট আদৃত হয়েছিল। শোভাবাজারের রাজা বিনয়কৃষ্ণ বাহাদুরের উদ্যোগে তিনি ন্যায়দর্শনের ‘ভাষাপরিচ্ছেদ’ নামক গ্রন্থের বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্ৰ মল্লিক
« রাজেন্দ্ৰ মল্লিক
পরবর্তী:
রাজেন্দ্ৰচন্দ্ৰ হাজরা »
রাজেন্দ্ৰচন্দ্ৰ হাজরা »
Leave a Reply