রাজেন্দ্রচন্দ্র চন্দ্র, ডাঃ (১৮৩৪ – ১৪-১২-১৮৯৫) স্কটিশ চার্চ ফ্রি ইনস্টিটিউশন ও কলিকাতা মেডিক্যাল কলেজের ছাত্র। বিলাত থেকে এমআরসিএস ডিপ্লোমা লাভ করে ১৮৫৮ খ্রী. ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসে যোগ দেন। প্ৰথম দিকে সৈন্যবাহিনীর সঙ্গে বহু জায়গায় কাজ করেন। ১৮৭৪–৯৩ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজে মেটেরিয়া মেডিকা ও ক্লিনিক্যাল মেডিসিনের অধ্যাপক পদে নিযুক্ত থাকেন। মহিলাদের মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাপারে বিরুদ্ধবাদীদের অন্যতম ছিলেন। ১৮৮৪ খ্ৰী. কাদম্বিনী গাঙ্গুলী মেডিক্যাল কলেজে ভর্তি হলে খোলাখুলি প্ৰকাশ করেন এবং তাঁর বিরূপতার জন্যই কাদম্বিনী দেবী বিশ্ববিদ্যালয়ের ডাক্তারী ডিগ্ৰী লাভে বঞ্চিত হন।
পূর্ববর্তী:
« রাজেন্দ্র দত্ত
« রাজেন্দ্র দত্ত
পরবর্তী:
রাজেন্দ্রচন্দ্র হাজরা »
রাজেন্দ্রচন্দ্র হাজরা »
Leave a Reply