রাজা বসু (আনুমানিক ১৮৮৬ — ২২-৩-১৯৪৮)। পিতৃদত্ত নাম রিপেন্দ্ৰ। ১৮ বছর বয়সে চামড়ার কাজ শিখতে বিলাত যান। সেখানে জাদুখেলা দেখানোর ব্যাপারে। আগ্ৰহান্বিত হয়ে জাদুবিদ্যা শিখতে শুরু করেন এবং অপেশাদার জাদুকররূপে খ্যাতিমান হন। ১৯০৯ খ্রী. বিলাতে প্রথম পেশাদারী খেলার জন্য পিতৃদত্ত নামের বদলে ‘রাজা বোস’ নাম গ্ৰহণ করেন। ইংল্যান্ডের পেশাদারী মঞ্চে জাদুকররূপে অসামান্য প্রতিষ্ঠা ভারতীয়দের মধ্যে তিনিই প্ৰথম অর্জন করেন। তিনি তাঁর সুযোগ্য সহকারিণী মিস হাইভীকে বিবাহ করেন। দেশে ফিরেও বিভিন্ন স্থানে জাদু প্রদর্শন করে জনপ্রিয় হন। তাঁর বিখ্যাত খেলা-Return of she (সুন্দরীর প্রত্যাবর্তন) এবং ভালুক ও শিকারীর খেলা। এছাড়া তাঁর নানারকম মুক্তির (escape) খেলাও প্ৰসিদ্ধ ছিল। ১৯২৮ খ্রী. ষ্টার থিয়েটার কর্তৃপক্ষ তাকে মঞ্চ-উপদেষ্টারূপে গ্ৰহণ করে ‘ফুল্লরা’, ‘বিদ্রোহিণী’ প্রভৃতি কয়েকটি নাটকের দৃশ্যে তাঁর জাদু-প্রতিভার সুযোগ নেন। স্বাস্থ্যভঙ্গ ও ব্যক্তিগত কারণে মৃত্যুর বহু আগেই পেশাদারী মঞ্চ থেকে অবসর নেন। ১৯৩১ খ্রী. নিখিল ভারত জাদু সম্মিলনীতে সর্বশ্রেষ্ঠ জাদুকর বলে স্বীকৃত হন। গণপতি প্ৰতিযোগিতায় অংশ না নিলেও খেলা দেখিয়েছিলেন।
পূর্ববর্তী:
« রাজশেখর বসু, পরশুরাম
« রাজশেখর বসু, পরশুরাম
পরবর্তী:
রাজীবলোচন মুখোপাধ্যায় »
রাজীবলোচন মুখোপাধ্যায় »
Leave a Reply