রাজলক্ষ্মী সেন (২৯-১১-১৮৫৩ — ৩১-৮-১৯১৪) নদীয়া। কিশোরীলাল মৈত্র। কেশবচন্দ্রের প্রথম দলের প্রচারক ভাই প্রমথকুমার সেনের স্ত্রী। বেথুন স্কুলে শিক্ষা। ১৮৭১ খ্রী. নেটিভ লেডিজ নর্মাল অ্যান্ড অ্যাডালট স্কুল স্থাপিত হলে প্রথম শিক্ষয়িত্রী শিক্ষণের জন্য যোগ দেন এবং দীর্ঘদিন ভিক্টোরিয়া কলেজে শিক্ষিকা এবং অভিভাবকের কাজ করেন। ব্ৰাক্ষিকা সমাজ এবং আর্যনারী সমাজের বিশিষ্ট সভ্য ছিলেন।
পূর্ববর্তী:
« রাজলক্ষ্মী দেবী
« রাজলক্ষ্মী দেবী
পরবর্তী:
রাজশেখর বসু, পরশুরাম »
রাজশেখর বসু, পরশুরাম »
Leave a Reply