রাজলক্ষ্মী দেবী ১ (১৯০২? — ২৬-৫-১৯৭২)। প্ৰখ্যাত অভিনেত্রী। ১৯৩০ খ্রী. তাঁর অভিনয়-জীবন শুরু হয়। ষ্টার থিয়েটারে অভিনীত রবীন্দ্রনাথের ‘গৃহপ্ৰবেশ’ নাটকে ভিখারাণীর ভূমিকায় অভিনয়ে ও গানে দর্শকসমাজকে মুগ্ধ করেন। পরবর্তীকালে নাট্য-নিকেতনে (অধুনা বিশ্বরূপা) ‘গোরা’ নাটকে আনন্দময়ীর চরিত্রে অভিনয় করে রবীন্দ্রনাথের প্রশংসা পান। শিশিরকুমার ভাদুড়ী তাঁর অন্যতম নাট্যগুরু ছিলেন। চলচ্চিত্রের অভিনেত্রীরূপেই তাঁর বিশেষ পরিচিতি। বাংলা, হিন্দী এবং অসমীয়া সমেত দ্বিশতাধিক ছবিতে অভিনয় করেছেন।
রাজলক্ষ্মী দেবী ২। সুলেখিকা ছিলেন। তাঁর রচিত ৬টি গ্রন্থের মধ্যে ‘কেদারবদরী ভ্ৰমণ’ ও ‘ব্রাহ্মসমাজের আদি চিত্র’ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« রাজবল্লভ সেন, মহারাজ
« রাজবল্লভ সেন, মহারাজ
পরবর্তী:
রাজলক্ষ্মী সেন »
রাজলক্ষ্মী সেন »
DURJOY DE
অসাধারণ অভিনেত্রী। জীবন জিজ্ঞাসা ছায়াছবিতে
উনার অভিনয় দেখে আমি মুগ্ধ। আশা করি আপনাদের ও সবার ভালো লেগেছে।কী দরদী মাতৃসুলভ অভিনয় করেছেন মাসির ভুমিকায়।