রাজবল্লভ সেন, মহারাজ (১৬৯৮ — ১৭৬৩) দুর্লভরাম। বলদারণীয়া-ঢাকার জমিদার ছিলেন। সিরাজদ্দৌলার সিংহাসন লাভের পূর্বে তিনি প্ৰথমে সুবাদারের ‘বকসি’ ও পরে সিরাজ নবাব হলে খালসার মুদ্রাধিকারী হন। বিষয়কর্ম উপলক্ষে তিনি মুর্শিদাবাদে এলে সিরাজদ্দৌলা এক সময় সরকারী রাজস্ব আত্মসাৎ করার অভিযোগে তাকে আটক করেন। ঈস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রথম রাজস্ব বন্দোবস্তের সময় তিনি লর্ড ক্লাইভকে সাহায্য করেছিলেন। পলাশীর যুদ্ধের পর কলিকাতার সুতানুটীর অন্তর্গত বাগবাজারে এসে বাস করেন। তাঁর বসতবাটীর ঐ অঞ্চল এখন ‘রাজবল্লভপাড়া’ নামে খ্যাত। মীরজাফর বাঙলার নবাব হলে তিনি সুবে বাঙলার দেওয়ানী পদ লাভ করেছিলেন। মীরকাশিমের রাজত্বকালেও কিছুদিন ঐ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে বিহারের শাসন-কর্তা হন। কিন্তু মনোমালিন্য ঘতায় মীরকাশিম তাঁকে গঙ্গার জলে ড়ুবিয়ে মারেন। তাঁর সময়ে তিনি পদ-মৰ্যাদায় বিশিষ্ট ব্যক্তি বলে গণ্য ছিলেন।
পূর্ববর্তী:
« রাজনারায়ণ বসু
« রাজনারায়ণ বসু
পরবর্তী:
রাজলক্ষ্মী দেবী »
রাজলক্ষ্মী দেবী »
Leave a Reply