রাজকৃষ্ণ রায় (২১-১০-১৮৪৯ — ১১-৩-১৮৯৪) রামচন্দ্রপুর-বর্ধমান। বিশিষ্ট নাট্যকার ও উপন্যাস-লেখক। আট বছর বয়সে পিতৃহীন হয়ে চাকরির আশায় নিউ বেঙ্গল প্রেসে যোগ দেন এবং নিজ চেষ্টায় পড়াশুনার কাজও চালিয়ে যান। কিছু অভিজ্ঞতা সঞ্চায়ের পর অ্যালবার্ট প্রেসের ম্যানেজার হন। এখান থেকেই ১২৮৫ ব. ‘বীণা’ মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। এই পত্রিকায় তাঁর কবিতা, নাটক প্রভৃতি নিয়মিত প্রকাশিত হত। ১২৮৭ বৰ্ণ ‘বীণাযন্ত্র প্রেস স্থাপন করেন। কিন্তু লোকসান শুরু হওয়ায় প্রেস বিক্রি করে ১২৯৪ ব: ঠনঠনিয়ায় ‘বীণা-রঙ্গভূমি’ প্রতিষ্ঠা করেন এবং সেখানে স্বরচিত পৌরাণিক নাটক ‘চন্দ্ৰহাস’ এবং অন্যান্যদের নাটক ও প্ৰহসন অভিনয় করতে থাকেন। ১২৯৭ ব. ঋণের দায়ে রঙ্গভূমি হস্তান্তরিত হলে ১২৯৮ ব. ষ্টার থিয়েটারের বেতনভোগী নাটুকার হন। তিনি লিখেছেন প্রচুর। বিদ্রুপাত্মক কবিতার সাহায্যে জাতির চেতনা সঞ্চারে সাহায্য করেছেন। ‘ভূতলে বাঙ্গালী অধম জাতি’ কবিতা তার প্রমান। ‘ভারতগান’ কবিতামালার প্ৰত্যেকটিতে দেশপ্রেমের কথা বলেছেন, আবার অলস, ভীরু, স্বার্থপর জাতি সম্বন্ধে ক্ষোভপ্ৰকাশও করেছেন। রচিত গ্ৰন্থঃ ‘পতিব্ৰতা’, ‘নাট্যসম্ভব’, ‘তরণীসেন-বধ’, ‘লয়লা-মজনু’, ‘দ্বাদশ গোপাল’, ‘বামনভিক্ষা’, ‘হিরন্ময়ী’, ‘কিরণ্ময়ী’, ‘আগমনী’, ‘নিভৃত-নিবাস’ প্রভৃতি। ‘অবসর-সরোজিনী’ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও রামায়ণ ও মহাভারতের পদ্যানুবাদ করেন।। সম্ভবত তিনিই প্ৰথম বাঙালী যিনি সাহিত্যকে পেশারূপে গ্ৰহণ করেছিলেন। ‘হরধনুভঙ্গ’ নাটকে (১৮৮১) সর্বপ্ৰথম অমিত্ৰাক্ষর ছন্দের ব্যবহার করেন। তাঁর বর্ষার মেঘ কবিতায় ও রাজা বিক্রমাদিত্য (১৮৮৪) নাটকে গদ্য-কবিতা রচনার প্রয়াস বিশেষ উল্লেখযোগ্য। ‘ভারতকোষ’ নামে ভারতবর্ষ সম্পর্কিত প্ৰথম বিশ্বকোষের (১২৮৯–৯৯ বঙ্গাব্দ) সংকলক ছিলেন তিনি ও শরচ্চন্দ্র দেব।
পূর্ববর্তী:
« রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
« রাজকৃষ্ণ মুখোপাধ্যায়
পরবর্তী:
রাজনারায়ণ বসু »
রাজনারায়ণ বসু »
Leave a Reply