রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। (৩১-১০-১৮৪৫ –- ১০-১০-১৮৮৬) গোস্বামী-দুর্গাপুর-নদীয়া। আনন্দচন্দ্ৰ। কৃষ্ণনগর ও প্রেসিডেন্সী কলেজের কৃতী ছাত্র। ১৮৬৬ খ্রী. বি.এ. ১৮৬৭ খ্রী. দর্শনশাস্ত্ৰে এম-এ ও পরের বছর বি-এল পাশ করেন। প্রথমে কিছুদিন ওকালতি করার পর কলিকাতার জেনারেল অ্যাসেমব্লিজ, প্রেসিডেন্সী কলেজ, কটক ল কলেজ ও বহরমপুর কলেজে অধ্যাপনা করেন। ১৮৭৯–৮৬ খ্রী. পৰ্যন্ত গভর্নমেন্টের বাংলা অনুবাদকের কাজে নিযুক্ত ছিলেন।; তিনি ফারসী, উর্দু, ওড়িয়া, সংস্কৃত, জার্মান, ফরাসী, ল্যাটিন ও পালি ভাষা জানতেন। বাঙলার রেনেসাঁর ঐতিহাসিকরূপে বাংলায় ক্ষুদ্রকায় ‘বাঙলার ইতিহাস’ রচনা করে খ্যাত হন। এই গ্ৰন্থ বাঙলার জাতীয় চেতনার সূচনায় সাহায্য করে। ভারতবর্ষীয়-বিজ্ঞান-সভার পরিচালক-সমিতির প্রথমাবধি অন্যতম সভ্য ছিলেন এবং এর সংগঠনে আর্থিক সাহায্য করেন। ১৮৮২ খ্রী. পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির সদস্য হন। বাংলা গদ্য ও পদ্য রচনায় তাঁর সমান দক্ষতা ছিল। তিনিই সর্বপ্রথম ‘বঙ্গদর্শনে’ গবেষণামূলক প্ৰবন্ধ লিখে বাঙলাদেশে বিদ্যাপতির যথার্থ পরিচয় দিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনা : ‘রাজবালা’, ‘যৌবনোদ্যান’, ‘মিত্ৰবিলাপ ও অন্যান্য কবিতাবলী’, ‘কাব্যকলাপ’, ‘মেঘদূত’, ‘কবিতমালা’, ‘প্রথম-শিক্ষা বীজগণিত’, ‘প্ৰথম-শিক্ষা বাংলার ইতিহাস’, ‘প্রথম-শিক্ষা বাংলা ব্যকরণ, ‘Hints to the Study of Bengali Language’ প্রভৃতি। তাঁর ‘ভারতমাতা’ কবিতা, ‘ভারতমহিমা’ প্ৰবন্ধ প্রভৃতিতে তাঁর জাতীয়তাবোধের পরিচয় পরিস্ফুট।
পূর্ববর্তী:
« রাজকৃষ্ণ দে
« রাজকৃষ্ণ দে
পরবর্তী:
রাজকৃষ্ণ রায় »
রাজকৃষ্ণ রায় »
Leave a Reply