রাজকৃষ্ণ দে (? — আগস্ট ১৮৪০)। ১৮৩৩ থেকে ১৮৩৭ খ্রী. পর্যন্ত হিন্দু কলেজে পড়েন। ১৮৩৮ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডিগ্ৰীপ্ৰাপ্ত হন। তিনি পাশ্চাত্য মতে শিক্ষিত চিকিৎসকদের প্রথম দলের অন্যতম ছিলেন। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে চাকরি নিয়ে দিল্লী ঔষধালয়ের ভারপ্রাপ্ত হন। কিন্তু ১ বছরের মধ্যে মারা যান। চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য তিনিই সর্বপ্রথম শবব্যবচ্ছেদ করেন। এর আগে বৈদ্য মধু গুপ্ত ১৮৩৬ খ্রী. শবব্যবচ্ছেদ করেন কিন্তু তিনি ডাক্তারী বা চিকিৎসা ব্যবসায়ী ছিলেন না।
পূর্ববর্তী:
« রাজকৃষ্ণ তর্কপঞ্চানন, মহামহোপাধ্যায়
« রাজকৃষ্ণ তর্কপঞ্চানন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
রাজকৃষ্ণ মুখোপাধ্যায় »
রাজকৃষ্ণ মুখোপাধ্যায় »
Leave a Reply