রাজকৃষ্ণ তর্কপঞ্চানন, মহামহোপাধ্যায়। (২৯-৯-১২৪০ –- ৯-১-১৩২১ ব. ?) নবদ্বীপ। সূৰ্যকান্ত বিদ্যালঙ্কার। আদি বাসস্থান শান্তিপুরের নিকট গয়ঘর গ্রাম। পিতামহ গোপীনাথ ন্যায়পঞ্চানন। নিজে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনায় নিযুক্ত হন। ১৩০০ বৰ্ণ নদীয়ার মহারাজা তাকে নবদ্বীপের প্রধান নৈয়ায়িক-পদে প্রতিষ্ঠিত করেন। ১৯১২ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান। ‘কুসুমাঞ্জলি’ গ্রন্থের ‘রামভদ্ৰী টীকার রচয়িতা রামভদ্র তর্কসিদ্ধান্ত তাঁর প্রপিতামহ।
পূর্ববর্তী:
« রাজকৃষ্ণ কর্মকার
« রাজকৃষ্ণ কর্মকার
পরবর্তী:
রাজকৃষ্ণ দে »
রাজকৃষ্ণ দে »
Leave a Reply