রাজকুমারী রায়চৌধুরী (২০-৬-১৮৭৭ — ২৬-২-১৯৭৩) প্রখ্যাত চিকিৎসক ভুবনেশ্বর মিত্র। আদর্শ শিক্ষাব্ৰতী স্বামী উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রীর কাছে নারী শিক্ষা বিস্তার ও নারী প্রগতিমূলক সমাজসেবার কাজে প্রেরণা লাভ করেন। কবি ও ‘বামাবোধিনী’ পত্রিকার পরিচালন গোষ্ঠির অন্যতমা ছিলেন। কিছুকাল ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে শিক্ষকতা করেন। ‘বামাবোধিনী’ ছাড়া ‘শিবম’, ‘নারায়ণ’, ‘যমুনা’, ‘শিশির’, ‘মহিলা’ প্রভৃতি পত্রিকাতেও কবিতা, প্রবন্ধ প্রকাশ করতেন।
পূর্ববর্তী:
« রাজকুমারী বন্দ্যোপাধ্যায়
« রাজকুমারী বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রাজকৃষ্ণ কর্মকার »
রাজকৃষ্ণ কর্মকার »
Leave a Reply