রাজকুমার সর্বাধিকারী, রায়বাহাদুর (১৮৩৯ –- ৯-৭-১৯১১) রাধানগর-কৃষ্ণনগর-হুগলী। ‘সঙ্গীতলহরী ও ‘তীৰ্থভ্ৰমণ’ গ্রন্থের রচয়িতা যদুনাথ। বি.এ. ও বি.এল. পাশ করে লক্ষ্ণৌ গিয়ে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সহায়তায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান সভার এবং ‘সমাচার হিন্দুস্থানী’ পত্রিকার সহ-সম্পাদকের পদ পান। পরে লক্ষ্ণৌ কলেজের সংস্কৃত ও আইনের অধ্যাপকরূপে ১৮৬৪ – ৮৪ খ্রী. পর্যন্ত কাজ করেন। কিছুদিন দক্ষিণারঞ্জন প্রতিষ্ঠিত ‘Lucknow Times’ পত্রিকার সম্পাদক ছিলেন। কৃষ্ণদাস পালের মৃত্যুর পর ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হন। অবসর গ্রহণের পর কলিকাতায় আসেন। তাঁর চেষ্টায় ‘হিন্দু প্যাট্রিয়ট’ ১৬-৩-১৮৯২ খ্রী. থেকে দৈনিক পত্রে রূপান্তরিত হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ও প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ঠাকুর আইন অধ্যাপক ছিলেন। তাঁর প্রদত্ত টেগোর বক্তৃতামোলা ‘হিন্দু ল অফ ইনহেরিটান্স’ নামে প্রকাশিত হয়। ছাত্রদের উপযোগী ব্রিটিশ সংবিধানের ইতিহাস। এদেশে তিনিই প্ৰথম রচনা করেন।
পূর্ববর্তী:
« রাজকুমার চক্রবর্তী
« রাজকুমার চক্রবর্তী
পরবর্তী:
রাজকুমারী বন্দ্যোপাধ্যায় »
রাজকুমারী বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply