রাজকুমার চক্রবর্তী (১৮৯২? –- ১৫-৯-১৯৭৫) সন্দ্বীপ-নোয়াখালী। বিশিষ্ট শিক্ষাবিদ ও দেশকমী। দেশ-বিভাগের পর তিনি প্ৰায় ৫ বছর পাকিস্তান গণ-পরিষদের সদস্য এবং পরিষদীয় কংগ্রেস দলের সম্পাদক ছিলেন। তারপর থেকে পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন এবং রাজ্য বিধান পরিষদেরও সদস্য হয়েছিলেন। গণ-পরিষদেরও সদস্য ছিলেন। তাঁর অর্ধশতাব্দীকালের শিক্ষক-জীবনের প্রায় সবটাই কেটেছে বঙ্গবাসী কলেজে। ১৯১৯ খ্রী. তিনি ঐ কলেজের ইংরেজীর অধ্যাপক হিসাবে যোগ দেন। বাঙলায় এমন অনেক পরিবার আছেন, যাঁদের তিন পুরুষই তাঁর ছাত্র। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন, ইউনিভার্সিটি ইনস্টিটিউট, সন্দ্বীপ-হাতিয়া জনকল্যাণ সমিতি এবং আরও অনেক প্রতিষ্ঠানকে নৃত্যুনাধিক ৩ লক্ষ টাকা দান করেছেন। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা এবং ঐ সংগঠনের সম্পাদক ও সভাপতি, তাছাড়া বহু বছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেটের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« রাঘবেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
« রাঘবেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রাজকুমার সর্বাধিকারী, রায়বাহাদুর »
রাজকুমার সর্বাধিকারী, রায়বাহাদুর »
Leave a Reply