রাঘবেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (নভে ১৮৯০ –- ১৭-৪-১৯৮২)। শিবপুর-হাওড়া। রাজস্থানের প্রথম ইনস্পেক্টর জেনারেল অব পুলিস। স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্ৰে অনার্সসহ বি.এ. পাশের পর ইংল্যান্ডে গ্রেস ইন থেকে ব্যারিস্টার হন। সাহসিকতার জন্য কিংস। পুলিস মেডেল সহ বহু পুরস্কার লাভ করেন। ১৯৪৮ খ্রী. অবসর গ্রহণের পর সর্দার প্যাটেল ও শ্যামাপ্রসাদ মুখার্জীর অনুরোধে রাজস্থানের চাকুরি গ্ৰহণ করেন। পশ্চিমবঙ্গ পুলিস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৪৫ খ্রী. হাওড়া হোমস স্থাপন করে তাকে ক্রমে একটি টেকনিকাল ট্রেনিং ইন্সস্টিটিউট এবং একটি নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে পরিণত করেন। মানসিক প্ৰতিবন্ধী শিশুদের কেন্দ্রের সঙ্গে একটি গবেষণাকেন্দ্ৰ খোলার ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছিলেন। অভিনয়ে উৎসাহ ছিল। কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। শিশির ভাদুড়ী ও নরেশ মিত্রর সঙ্গে অভিনয় করেছেন।
পূর্ববর্তী:
« রাখালমণি গুপ্তা
« রাখালমণি গুপ্তা
পরবর্তী:
রাজকুমার চক্রবর্তী »
রাজকুমার চক্রবর্তী »
Leave a Reply