রাখালদাস মজুমদার (২১-১২-১৮৩২ — ১৮৮৭) চন্দননগর-হুগলী। মহর্ষি দেবেন্দ্রনাথের প্রেরণায় ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হন। সিপাহী বিদ্রোহের বছর (১৮৫৭) কটকে ডেপুটি ইনস্পেক্টরস অফ স্কুলস-এ চাকরি করতেন। ১১-৪-১৮৬১ খ্রী. বিলাত যান। সেখানে লন্ডন ইউনিভার্সিটি কলেজে সংস্কৃত ও বাংলার অধ্যাপকরূপে কাজ করেন। বাঙালীদের মধ্যে তিনিই প্ৰথম এই গৌরবের অধিকারী। ১৮৬২ খ্রী. লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষা পাশ করে দেশে ফেরেন। ১৮৫০ খ্রী. ‘দূরবীক্ষণবাদ’ নামে সাময়িকপত্র সম্পাদনা করেন। তিনি ‘শ্ৰীরামচরিত’ (১৮৫৪) ও ‘Precepts of Jesus’ গ্রন্থের রচয়িতা। শেষোক্তটি রাজা রামমোহন-রচিত গ্রন্থের অনুবাদ।
পূর্ববর্তী:
« রাখালদাস বায়েন
« রাখালদাস বায়েন
পরবর্তী:
রাখালমণি গুপ্তা »
রাখালমণি গুপ্তা »
Leave a Reply