রাখালদাস বায়েন। পরোটা—বীরভূম। কবিয়াল। জাতিতে মুচি। গ্রামের পাঠশালায় কিছু লেখাপড়া শিখেছিলেন। কবিগানের শিক্ষা কোনো বর্ণহিন্দু কবিয়ালের কাছে না পেয়ে শেষ পর্যন্ত আহমদ হোসেন— ‘হামদু’ কবিয়ালের শিষ্য হন। রাখালদাসের রচনা থেকে গুরু-শিষ্যের কিছু সংবাদ এবং তৎকালীন হিন্দু ও মুসলমান সমাজের আংশিক খবর জানা যায়। তাঁর একটি গানে আছে- ‘আমার গুরুর গোরো রং গাওনা ভালো জানে/তাঁর কাছে নাই কোনো ভেদ হিন্দু মুসলমানে। …গাঁয়ের কতক মোল্লা মোড়ল দেখতে নারে তাঁকে/তাইতে তিনি গাওনা করেন লুকিয়ে ফাকে ফাঁকে/আমার গুরুর ধর্মে নাকি গাওনা বারণ আছে/আমরা যেমন অছুৎ আছি উচ্চ জাতের কাছে। গান্ধীজীর অসহযোগ আন্দোলনের কালে তিনি বেঁচে ছিলেন। দুয়েকটি ছড়াগানে গান্ধীভক্তি ও স্বদেশগ্ৰীতির পরিচয় পাওয়া যায়। তাঁর অধিকাংশ রচনাই বিলুপ্ত।
পূর্ববর্তী:
« রাখালদাস বন্দ্যোপাধ্যায়
« রাখালদাস বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রাখালদাস মজুমদার »
রাখালদাস মজুমদার »
Leave a Reply