রাখালদাস বন্দ্যোপাধ্যায় (১২-৪-১৮৮৫ – ২৩-৫-১৯৩০) বহরমপুর-মুর্শিদাবাদ। মতিলাল। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ। ১৯০০ খ্রী. বৃত্তিসহ এন্ট্রান্স ও ১৯০৩ খ্রী. এফ.এ. পাশ করে পিতামাতার মৃত্যুর পর পড়া বন্ধ রাখেন। এরপর ১৯০৭ খ্রী. বি-এ এবং ১৯১০ খ্রী. এম.এ পাশ করেন। ছাত্রাবস্থায় সঙ্গীত-সমাজের মঞ্চে অভিনয় করতেন। ১৯১০ খ্রী. ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কর্মে প্রবেশ করে সহকারী থেকে সুপারিন্টেডেন্ট হন এবং শেষে অধ্যক্ষরূপে ১৯২৬ খ্রী. অবসর নেন। ১৯২৮ খ্রী. থেকে তিনি কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। মহেঞ্জোদাড়োর সুপ্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার তাঁর অবিনশ্বর কীর্তি। কণিষ্ক সম্বন্ধে তিনি যে-সব তথ্য আবিষ্কার করেছেন সেগুলি প্রামাণ্য বলে স্বীকৃত হয়েছে। বাঙলার পালরাজাগণ সম্বন্ধেও বহু প্রামাণ্য তথ্য আবিষ্কার করেছেন। পাহাড়পুরের খননকার্যেরও পরিচালক ছিলেন। মুদ্রাতত্ত্বে সুপণ্ডিত তিনিই মুদ্রাসম্বন্ধীয় বিষয়ে প্রথম বাংলায় গ্ৰন্থ রচনা করেন। তাঁর ‘প্রাচীনমুদ্রা’ গ্রন্থটি ১৩২২ বা প্রকাশিত হয়। রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘বাংলার ইতিহাস’ (২ খণ্ড), ‘পাষাণের কথা’, ‘ত্রিপুরীর হৈহয় জাতির ইতিহাস’, ‘উড়িষ্যার ইতিহাস’, ‘ভূমারার শৈবমন্দির’, ‘বাঙ্গালীর ভাস্কর্য’, ‘শশাঙ্ক’, ‘অনুক্রম’, ‘The Origin of Bengali Script’, ‘Palas of Bengal’, ‘Eastern India School of Medieval Sculpture’ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« রাখালদাস ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়
« রাখালদাস ন্যায়রত্ন, মহামহোপাধ্যায়
পরবর্তী:
রাখালদাস বায়েন »
রাখালদাস বায়েন »
Leave a Reply