রাখালদাস ন্যায়রত্ন, মহামহোপাধ্যায় (২৮-৫-১২৩৬ -– ২-৮-১৩২১ ব.) ভট্টপল্লী-চব্বিশ পরগনা। সীতানাথ বিদ্যাভূষণ। প্রসিদ্ধ গ্রন্থকার ও পত্রিকাকার। নব্যন্যায়ে তাঁর উদ্ভাবিত নূতন কৌশল বিশেষ উল্লেখযোগ্য। ন্যায়শাস্ত্রে তাঁর রচিত কয়েকটি গ্ৰন্থ মুদ্রিত এবং বহু ক্রোড়পত্র ও বাদ-গ্ৰন্থ অমুদ্রিত রয়েছে। ১৮৮৭ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি দ্বারা সম্মানিত প্ৰথম আটজনের তিনি অন্যতম।
পূর্ববর্তী:
« রাখালচন্দ্ৰ সামন্ত
« রাখালচন্দ্ৰ সামন্ত
পরবর্তী:
রাখালদাস বন্দ্যোপাধ্যায় »
রাখালদাস বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply