রাখাল চিত্রকর (১৯শ/২০শ শতাব্দী) সরধা—বীরভূম। মহতাব। নাম-করা পটশিল্পী প্ৰপিতামহ মানিক চিত্রকর, পিতামহ কৈলাস এবং তাঁর পিতাও বীরভূমের বিখ্যাত যম-পট অঙ্কনে পারদর্শী ছিলেন। তিনি মনে করতেন, ‘হাত হাতি ঘোড়া/তিন টিপন্যার গোড়া’-অর্থাৎ যে হাত হাতি ও ঘোড়া আঁকতে পারে সে জগৎসংসারের যাবতীয় বিষয়ই আঁকতে পারে। তাঁর পুত্র বাঁকুর মূল জীবিকাও ছিল প্ৰতিমা-নির্মাণ ও পট অঙ্কন। ঐ জেলার চিত্রকর সম্প্রদায়ের মধ্যে পানুরিয়ার ভক্তি, জানকীনগরের বসন্ত, মদীয়ানের জানকী ও সদানন্দ, আয়াশের সতীশ, মটরু ও ভুতু, জুনিন্দপুরের হৃষীকেশ, সাহাপুরের শ্ৰীপতি ও অদৃষ্ট, শিবগ্রামের ভক্তি, ইটাগুড়িয়ার সুদৰ্শন প্রভৃতি শিল্পীর নাম উল্লেখযোগ্য। বীরভূমের যমপটের সর্ববৃহৎ সংগ্ৰহ আছে চব্বিশ পরগনার ব্ৰতচারী গ্রামে গুরুসদয় সংগ্ৰহালয়ে।
পূর্ববর্তী:
« রাইচাঁদ বড়াল
« রাইচাঁদ বড়াল
পরবর্তী:
রাখালচন্দ্র চট্টোপাধ্যায় »
রাখালচন্দ্র চট্টোপাধ্যায় »
Leave a Reply