রাখালচন্দ্ৰ দাস, রাখালরানী (১৯১৩ — ৩০-১১-১৯৮৪) বাইসারী-বরিশাল। প্ৰসন্নকুমার। তিরিশের দশকে যাত্ৰাদলে যোগ দেন। মহিলা চরিত্র অভিনয়ের জন্য একদা তিনি যাত্ৰা জগতে ‘স্টারের’ মর্যাদা পেতেন। ‘রাখালরানী’ নামটা সে সময়ে গ্ৰহণ করেন। বিভিন্ন পালায় দুশটিরও বেশি চরিত্রে স্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন। এক সময় ‘নারায়ণ অপেরা’ নামে দল গঠন করেন। ১৯৭৩ খ্রী. রাজ্য সরকার কর্তৃক সম্বর্ধিত হন।
পূর্ববর্তী:
« রাখালচন্দ্র চট্টোপাধ্যায়
« রাখালচন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
রাখালচন্দ্ৰ সামন্ত »
রাখালচন্দ্ৰ সামন্ত »
Leave a Reply