রাইচাঁদ বড়াল (১৯-১০-১৯০৩ — ২৫-১১-১৯৮১) কলিকাতা। সঙ্গীত শিল্পী লালচাঁদ। সুরশিল্পী, সঙ্গীত পরিচালক রাইচাঁদ সঙ্গতিয়া হিসেবেও খ্যাতিমান ছিলেন। তাদের ১/১ প্রেমচাঁদ বড়াল স্ট্রীটের বাড়ী তাঁর এবং তাঁর দুই ভাই বিষাণচাঁদ ও কিষাণচাঁদের প্রচেষ্টায় উচ্চাঙ্গ সঙ্গীতের আখড়ায় পরিণত হয়েছিল। তরুণ বয়সে কলিকাতার সঙ্গীত আসরে এনায়েত খাঁ, হাফিজ আলি খাঁ, জদ্দন বাঈ, গহরজান, জ্ঞান গোঁসাই, ভীষ্মদেব প্রমুখ বহু গুণী ব্যক্তির সঙ্গে তবলায় সঙ্গত করেছেন। ১৯২৭ খ্রী. কলিকাতায় রেডিয়ো স্টেশন স্থাপিত হলে নৃপেন মজুমদারের আহ্বানে বেতারকেন্দ্ৰে যোগ দিয়ে ভারতীয় সঙ্গীত বিভাগের প্রযোজক হন। ১৯৩০ খ্ৰী. তিনি চলচ্চিত্র জগতে আসেন। এদেশে চিত্ৰগীতির বিবর্তনের ক্ষেত্রে তাঁর কীর্তি বিশেষ উল্লেখযোগ্য। নির্বাক ছবির যুগে ইন্টারন্যাশনাল ফিলম ক্র্যাফট-এর তৈরী ‘চোর কাঁটা’ ও ‘চাষীর মেয়ে’ ছবি প্ৰদৰ্শন কালে তিনি যন্ত্রীদের সাহায্যে উপযুক্ত আবহসঙ্গীত সৃষ্টি করেন। ১৯৩২ খ্রী. মুক্তি প্ৰাপ্ত ‘চণ্ডীদাস’-এ তিনি সেই প্ৰথম এদেশের সবাক ছবিতে আবহসঙ্গীতের প্রচলন করেন। প্ৰায় দেড়শো ছবিতে সুর দিয়েছেন। ১৯৩৫ খ্রী নিউ থিয়েটার্সের শব্দযন্ত্রী মুকুল বসুর সাহায্যে নতুন পদ্ধতিতে নৃত্য ও গীতের রেকর্ডিং করে তা ‘ভাগ্যচক্ৰ’ ছবিতে সংযোজিত করে সুটিংয়ের সময় গান রেকর্ডিং করায় যে অসুবিধা ঘটত তা দূর করেন। ভারতে প্রথম কার্টুন চিত্রের নির্মাতা হিসাবেও তিনি স্মরণীয়। ওয়ালট ডিজনীর অনুপ্রেরণায় নিউ থিয়েটার্সের ব্যানারে তিনি ‘পি ব্রাদার্স’ প্রযোজনা করেন (১৯৩৪)। তাঁর সুরসৃষ্টি সার্থকতা পেয়েছিল পঙ্কজ মল্লিক, কুন্দনলাল সায়গল, কৃষ্ণচন্দ্র দে, কাননদেবী, চন্দ্রাবতি দেবী, উমাশশী, পাহাড়ী সান্যাল প্রমুখ শিল্পীর গানে। ১৯৭৯ খ্রী ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে তাকে সম্মানিত করা হয়।
পূর্ববর্তী:
« রহীমু-ন-নিসা-(রহিমন্নিচা)
« রহীমু-ন-নিসা-(রহিমন্নিচা)
পরবর্তী:
রাখাল চিত্রকর »
রাখাল চিত্রকর »
Leave a Reply