রহীমু-ন-নিসা-(রহিমন্নিচা) চট্টগ্রামে রহীমু-ন-নিসা নামে এক মহিলা কবির অনুলিখিত ‘পদ্মাবতী’ পুঁথি এবং সেই সঙ্গে তাঁর রচিত কাব্য আবিষ্কৃত হয়েছে। পাণ্ডুলিপির শেষে কাব্যে লিখিত দীর্ঘ ‘আত্মবিবরণী, ‘বারমাসী’ এবং শিরোনামহীন একটি ‘খণ্ডকাব্য’ থেকে অনুমান হয়। ১৭৬৩ খ্রী. থেকে ১৮০০ খ্রী. মধ্যে চট্টগ্রামে তাঁর জন্ম। পিতামহ ইংরেজদের তাড়া খেয়ে বিহারের মুঙ্গের থেকে সপরিবারে চট্টগ্রামে চলে এসেছিলেন। পিতার নাম আবদুল কাদের শাহা। মাতা আলিমন্নিচার কাছে তাঁর প্রাথমিক শিক্ষা। পরে আবুল হুসেন নামে এক পণ্ডিতের কাছে শিক্ষালাভ করে কাব্য রচনায় আত্মনিয়োগ করেন। তাকেই মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র মুসলমান মহিলা কবি বলা যায়।
পূর্ববর্তী:
« রহিমউল্লা
« রহিমউল্লা
পরবর্তী:
রাইচাঁদ বড়াল »
রাইচাঁদ বড়াল »
Leave a Reply