রসিকচন্দ্র রায় (১২২৭ – ১৩০০ ব) বড়াগ্রাম-শ্ৰীরামপুর। রামকমল। প্ৰসিদ্ধ দাশু রায়ের পর তিনিই শ্রেষ্ঠ পাঁচালীকার। কবিয়াল, যাত্রাওয়ালা, কীর্তনওয়ালা, তর্জাওয়ালা, বাউল প্রভৃতি বিবিধ। সম্প্রদায়ের জন্য তিনি বহু সরস সুন্দর সঙ্গীত রচনা করেছেন। তাঁর রচিত গ্ৰন্থ: ‘হরিভক্তিচন্দ্ৰিকা’, ‘কৃষ্ণপ্রেমাঙ্কুর’, ‘বর্ধমানচন্দ্ৰোদয়’, ‘পদাঙ্কদূত’, ‘শকুন্তলাবিহার,’ শ্যামাসঙ্গীত’, ‘পদসূত্র’ (২ খণ্ড) প্রভৃতি। বিদ্যাসাগর মহাশয়ের যত্নে তাঁর কোন কোন কবিতা-গ্ৰন্থ পাঠ্য-পুস্তকের উপযোগী করে গৃহীত হয়েছিল।
পূর্ববর্তী:
« রসিককৃষ্ণ মল্লিক
« রসিককৃষ্ণ মল্লিক
পরবর্তী:
রসিকচাঁদ গোস্বামী »
রসিকচাঁদ গোস্বামী »
Leave a Reply