রসময় দত্ত (১৭৭৯ — ১৪-৫-১৮৫৪) কলিকাতা। পিতা নীলমণি কলিকাতার রামবাগান দত্ত-বংশের প্ৰতিষ্ঠাতা। রসময়ের সর্বাধিক দখল ছিল ইংরেজীতে। প্রথম জীবনে একটি ব্যবসায়-প্রতিষ্ঠানের কেরানী ও পরে ছোট আদালতের বিচারক হন। এই আদালতের তিনিই প্ৰথম বাঙালী জিজ। ইংরেজী শিক্ষা প্রচলনের অন্যতম পুরোধা ও হিন্দু কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। বাংলা ভাষা শিক্ষার জন্য ১৮৩৯ খ্রী. হিন্দু কলেজ পাঠশালা স্থাপনে সহযোগিতা করেন। কাউন্সিল অফ এড়ুকেশন এবং সংস্কৃত কলেজের সম্পাদক ছিলেন। পরে কলেজের সহকারী সম্পাদক পণ্ডিত ঈশ্বরচন্দ্রের সঙ্গে তাঁর মতবিরোধ ঘটায় তিনি বিদ্যাসাগরকে কাৰ্যভার বুঝিয়ে দিতে বাধ্য হন। কলিকাতা স্কুল বুক সোসাইটি ও কলিকাতা স্কুল সোসাইটির ব্যবস্থাপক সমিতির সদস্য হিসাবে দুঃস্থদের মধ্যে শিক্ষা-বিস্তারে যথেষ্ট সাহায্য করেছেন। রাজনীতিতে উৎসাহী ছিলেন না। মূলত তাঁরই বাধায় ১৮২৩ খ্রী. ‘গৌড়ীয় সমাজে’ রাজনীতির চর্চা বন্ধ হয়। স্ট্যাম্প ডিউটি এবং কলিকাতার মধ্যে ইউরোপীয়ানদের উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে আন্দোলনে তিনি অংশ নেন এবং জুরী দ্বারা বিচার-ব্যবস্থার দাবি ও সংবাদপত্র-দলনের বিরোধিতা করেন। বিখ্যাত মহিলা কবি তরু দত্ত তাঁর পৌত্রী।
পূর্ববর্তী:
« রশিদ উদ্দিন
« রশিদ উদ্দিন
পরবর্তী:
রসময় মিত্র, রায়বাহাদুর »
রসময় মিত্র, রায়বাহাদুর »
Leave a Reply