রমেশ শীল (১৮৭৭ – ৬-৪-১৯৬৭) গোমদণ্ডী-চট্টগ্রাম। চণ্ডীচরণ। খ্যাতনামা লোককবি। সুদীর্ঘ জীবনে তিনি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল প্রকার প্রগতিশীল আন্দোলনে তাঁর প্ৰতিভাকে নিয়োজিত করেছিলেন। শেষ-জীবনে তাঁর রচিত অধিকাংশ গানই রাজনীতি-বিষয়ক ছিল। ১৯৫৪ খ্রী পূর্ব-পাকিস্তানে গভর্নর শাসনের আমলে তিনি নিরাপত্তা আইনে বৎসরাধিককাল আটক থাকেন। অত্যন্ত দারিদ্র্য-দুর্দশার মধ্যে গ্রামের বাড়িতে তাঁর জীবনাবসান ঘটে। তাঁকে অনেকে লালন ফকিরের উত্তরসাধক বলে অভিহিত করলেও তিনি বাঙলাদেশের লোককবিদের অনুসৃত ঐতিহ্য থেকে স্পষ্ট এবং অতি উজ্জ্বল এক ব্যতিক্রম।
পূর্ববর্তী:
« রমেশ শীল
« রমেশ শীল
পরবর্তী:
রমেশচন্দ্র তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
রমেশচন্দ্র তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
Leave a Reply