রমেশচন্দ্ৰ মিত্র, স্যার, কেসিআইই (১৮৪০ — ১৩-৭-১৮৯৯) রাজারহাট-বিষ্ণুপুর–চব্বিশ পরগনা। রামচন্দ্ৰ। হেয়ার স্কুল ও কলিকাতা প্রেসিডেন্সী কলেজের ছাত্র ছিলেন। বি-এ, ও বি-এল পাশ করে ২১ বছর বয়সে সদর দেওয়ানী আদালতে আইন ব্যবসায় শুরু করেন। অনুকুল মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ১৮৭১ – ৯০ খ্রী পর্যন্ত কলিকাতা হাইকোর্টের অন্যতম বিচারক ছিলেন। বাঙালী বিচারকদের মধ্যে তিনিই দুই বার হাইকোর্টের প্রধান বিচারপতি হন। পাবলিক সার্ভিস কমিশন (১৮৮৭), কলিকাতা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। আদালত অবমাননার দায়ে ১৮৮৩ খ্ৰী. স্যার সুরেন্দ্রনাথের বিচার ব্যাপারে চারজন ইংরেজ বিচারকের বিরুদ্ধে মত প্ৰকাশ করে তিনি জনপ্রিয় হন। রিপন কলেজের উন্নতির বিষয়ে মনোযোগী ছিলেন। ১৮৯০ খ্রী. কলেজের অবলুপ্তি বাঁচানোর ব্যাপারে তাঁর সাহায্য স্মরণীয়। তিনি ভারতীয় জাতীয় কংগ্ৰেসে যোগদান করেন এবং ১৮৯৬ খ্রী. কলিকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে অভ্যর্থনা সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি ‘Age of consent Bill (1891)’-এর বিরোধী ছিলেন। সংস্কৃত শাস্ত্রের অধ্যাপনার জন্য কলিকাতার ভবানীপুরে চতুষ্পাঠী স্থাপন করেন। স্যার বিনোদচন্দ্র ও স্যার প্রভাসচন্দ্র তাঁর দুই কৃতী পুত্র। অপর পুত্র ডঃ সুশীলচন্দ্ৰ ‘বিচিত্রা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। পাশ্চাত্য সঙ্গীত শাস্ত্রে ও একাধিক যন্ত্রসঙ্গীতে কৃতবিদ্য ভাস্কর মিত্র (১৯৩৩ — ১৪-৩-১৯৮২) তাঁর পৌত্র।
পূর্ববর্তী:
« রমেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য
« রমেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য
পরবর্তী:
রশিদ উদ্দিন »
রশিদ উদ্দিন »
Leave a Reply